ডিপজল ১৯৯৩ সালে 'টাকার পাহাড়' ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন
অভিনেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।
ঢালিউড অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সোমবার (৭ ডিসেএম্বর) সর্বশেষ স্বাস্থ্য আপডেট সরবরাহের মাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ডিপজল ভাই সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন এবং অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।”
“আমরা (চলচ্চিত্র শিল্পী সমিতি ও তার পরিবার) সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি,” বলেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে, রাজধানীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ডিপজল তার পেটের টিউমারের অস্ত্রোপচার করান। তিনি এর আগে ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে সিঙ্গাপুরে বাইপাস হার্ট সার্জারি করেছেন।
ডিপজল ১৯৯৩ সালে “টাকার পাহাড়” ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং রূপালী পর্দায় ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডিপজল সহসভাপতি নির্বাচিত হন এবং সভাপতি মিশা সওদাগর বর্তমানে বিদেশে অবস্থান করায় তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জায়েদ জানান।
মতামত দিন