অর্জুনের ২০০১ সালে পেয়ার ইশক অর মোহাব্বাত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে
মুম্বাই শহরে বলিউডের মাদক কেলেঙ্কারির ঘটনায় মডেল-অভিনেতা অর্জুন রামপালকে সোমবার ছয় ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
সংস্থার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “আমরা অর্জুনকে গ্রেফতার করিনি। তবে এর অর্থ এই নয় যে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। গত মাসে তার বাড়িতে অভিযানের সময় ইলেক্ট্রনিক গ্যাজেটস ও কিছু নিষিদ্ধ মাদক জব্দ করা বিষয়ে তার বক্তব্যে আমরা অসামঞ্জস্য খুঁজে পেয়েছি।”
অর্জুনের ২০০১ সালে পেয়ার ইশক অর মোহাব্বাত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর থেকে তিনি ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি দিওয়ানাপানা (২০০১), দিল হ্যায় তুমহারা (২০০২), দিল কা রিশতা (২০০৩), বাঁধা (২০০৫), আই সি ইউ (২০০৬)-এর মতো বেশ কয়েকটি রোমান্টিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে, ১৩ নভেম্বর অর্জুনকে মাদকবিরোধী মামলায় প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার বান্ধবীকেও দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই অভিযোগে বান্ধবীর ভাইকেও গ্রেফতার করা হয়েছিল।
জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে মাদক কেলেঙ্কারির তদন্ত শুরু করে এনসিবি। এ ঘটনার মামলায় প্রথম দিকে গ্রেফতার হওয়ার মধ্যে ছিলেন মৃত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শোমিক। দুজনই বর্তমানে জামিনে রয়েছেন।
৩৪ বছর বয়সী সুশান্ত সিংয়ের মৃত্যুর সাথে জড়িত অভিযোগে গত ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রিয়াকে গ্রেফতার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। গত ১৪ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়।
রিয়ার গ্রেফতারের পরপরই প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর সাথে জড়িত মাদকের ঘটনা তদন্তে বলিউডের তিন তারকা- দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
রিয়ার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো মাদক কেলেঙ্কারির বিষয়টির তদন্ত জোরদার করে। ওই চ্যাটে দেখা যায় যে কমপক্ষে ২০ বলিউড তারকা ভাং, গাঁজা ও সিদ্ধির মতো নিষিদ্ধ পদার্থ সংগ্রহের জন্য বিদেশের সাথে সংযোগ থাকা ডিলারদের সাথে যোগাযোগ রেখেছেন।
মতামত দিন