বিশেষ ওই টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টম হ্যাঙ্কস, জাস্টিন টিম্বারলেক, জন বন জোভির মত তারকারা
আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেককে ঘিরে সৃষ্টি হতে যাচ্ছে তারকাদের মিলনমেলা। অভিষেক উপলক্ষে দিনটিতে বিশেষ টেলিভিশন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে প্রেসিডেনশিয়াল ইনোগুরাল কমিটি।
রয়টার্স জানায়, 'সেলিব্রেটিং আমেরিকা' নামে আয়োজিত ৯০ মিনিটের বিশেষ এই টেলিভেশন অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হলিউড তারকা টম হ্যাঙ্কস। পাশাপাশি অংশ নিবেন জাস্টিন টিম্বারলেক, গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও গায়ক অ্যান্ট ক্লেমন্সের মতো তারকারা। এছাড়াও, ক্যাপিটল হিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবেন পপ তারকা লেডি গাগা এবং হলিউড তারকা জেনিফার লোপেজ।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় 'সেলিব্রেটিং আমেরিকা' নামক এ আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে। এছাড়াও, ফেসবুক, ইউটিউব, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এবং করোনা মহামারির কথা মাথায় রেখে জনসমাগম নিষিদ্ধ করা হয়। দেশটির সকল নাগরিক যেন বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে পারে সে লক্ষ্যে ৫ দিন ব্যাপী টেলিভেশন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় প্রেসিডেনশিয়াল ইনোগুরাল কমিটি।
এদিকে, শপথগ্রহণকে কেন্দ্র করে ক্যাপিটল হিল এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শপথগ্রহণের দিন যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রায় ২০,০০০ সদস্য উপস্থিত থাকবে বলে জানা গেছে।
মতামত দিন