বিশিষ্ট এ অভিনেতার ফুসফুসে ইনফেকশন ছিল, ভুগছিলেন মারাত্মক নিউমোনিয়াজনিত সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যায়
খ্যাতিমান বাংলাদেশি নাট্য অভিনেতা, পরিচালক, মঞ্চ অভিনেতা ও নাট্যকার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মঙ্গলবার (জানুয়ারি ১৯) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান তার বড় ভাই আতাউর রহমান।
মুজিবুর রহমান দিলু গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৫ জানুয়ারি তাকে ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়।
তার পরিবার সূত্রে জানা গেছে, বিশিষ্ট এ অভিনেতার ফুসফুসে ইনফেকশন ছিল। তাছাড়া মারাত্মক নিউমোনিয়াজনিত সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
তবে তিনি করোনাভাইরাস নেগেটিভ ছিলেন বলে তার পরিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
অভিনেতা এর আগে ২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে কোমায় ছিলেন।
১৯৫২ সালে জন্মগ্রহণ করা মুজিবুর রহমান দিলু "সংশপ্তক" নাটকের মালু চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে "তথাপি" এবং "সময় অসময়"।
ছোটদের জনপ্রিয় গল্প ও সংগীতের সমন্বয়ে শ্রুতি নাটক টোনাটুনি প্রকল্পের নির্দেশক ছিলেন দিলু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহর নামাজের পর তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ বিকাল ৩টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হবে বলে জানা গেছে।
সেখানে শ্রদ্ধা জানানো শেষে নেয়া হবে বনানী কবরস্থানে। সেখানে আছর নামাজ শেষে বিকাল ৫টায় তাকে গার্ড অব অনার জানিয়ে দাফন করা হবে।
এদিকে বিশিষ্ট অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মতামত দিন