সালমান খান থেকে সুনীল গাভাস্কার, প্রায় সকল ক্ষেত্রের বিশিষ্ট জনদের কপিলের অতিথি হয়ে এসে মনখোলা হাসি হাসতে দেখা গিয়েছে
যারা হাসতে ভালোবাসেন জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা নিশ্চয়ই থাকবে তাদের পছন্দের তালিকায়। তবে ২০২১-এর শুরুতেই কপিল-প্রেমীদের জন্য দুঃসংবাদ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে “দ্য কপিল শর্মা শো”।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদসংস্থা আনন্দবাজার জানিয়েছে, নির্মাতারা এই কমেডি চ্যাট শোকে নতুনভাবে সাজাতে চাইছে। মূলত সেই কারণেই সাময়িক বিরতির পরিকল্পনা। এরপর ফেরা হবে শোয়ের দ্বিতীয় সিজন নিয়ে। যদিও এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা সামনে আসেনি এখনও।
২০১৪ সালে কলরস চ্যানেলে “কমেডি নাইটস উইথ কপিল”-এর পর সোনি টিভিতে এই শো নিয়ে সঞ্চালকের ভূমিকায় ফিরেছিলেন কপিল শর্মা। চ্যানেল পরিবর্তন হলেও শোয়ের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। আগাগোড়া টিআরপি তালিকায় উপরের দিকে এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে।
কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন ক্রুষ্ণা অভিষেক, কিকু সারদা, ভারতী সিং ও সুমনা চক্রবর্তী। বিচারকের আসনে থাকেন বলিউডের পরিচিত মুখ অর্চনা পূরণ সিং। সালমান খান থেকে সুনীল গাভাস্কার, প্রায় সকল ক্ষেত্রের বিশিষ্ট জনদের কপিলের অতিথি হয়ে এসে মনখোলা হাসি হাসতে দেখা গিয়েছে। স্বভাবত সেই শোয়ে ইতি টানার খবরে মুষড়ে পড়েছে ভক্তকূল থেকে তারকামহলের একাংশ।
ছোট পর্দায় না থাকলেও, এবার ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হতে চলেছে বলিউডের প্রথম সারির কমেডিয়ানের। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি নিজেই জানিয়েছিলেন কপিল।
মতামত দিন