'আমার কোনো খান বা কুমার দরকার নেই'
চলমান নানা বিতর্কের মধ্যে আবারও আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ কংগ্রেসের এক বিধায়ককে ইঙ্গিতে হুমকি দিয়ে বলেছেন, তিনি মানুষের হাড় ভাঙতে পারেন।
কঙ্গনা এক টুইট বার্তায় লেখেন, “ওই বোকা মানুষটি কি জানেন? যে আমি দীপিকা, আলিয়া নই৷ আমি আইটেম ডান্স করি না৷ আমার কোনো খান বা কুমার দরকার নেই৷ আমি রাজপুত৷ কোমর নাচাতে পারি না, তবে মানুষের হাড় ভাঙতে পারি!”
এর আগে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার সংশ্লিষ্ট বিভিন্ন বিতর্কের জেরে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কংগ্রেস বিধায়ক সুখদেব পানসে তাকে “নাচনে গানেওয়ালী” বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “কঙ্গনার মতো নাচনে গানেওয়ালী নারী ভারতীয় কৃষকদের অপমান করেছেন।”
ওই রাজনীতিকের মন্তব্যের জেরেই এমন টুইট করেন কঙ্গনা।
তবে কঙ্গনার এই টুইট দেখে আরেক অভিনেত্রী স্বরা ভাস্কর কঙ্গনার একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। তিনি সেখানে লিখেছেন, “তোমার নাচের ভক্ত আমি ৷ তুমি দারুণ অভিনেত্রী ৷ চালিয়ে যাও৷”
মতামত দিন