ভারতের জনপ্রিয় এই সংগীত শিল্পি এবং তার স্বামী শিলাদিত্য এম. তাদের প্রথম সন্তানের আগমনের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায়
তিনি সব কিছুতেই সেরা। তার কণ্ঠের জাদুতে যেমন মন্ত্রমুগ্ধ করে রাখেন বিশ্বের কোটি কোটি শ্রোতাকে। তেমনিভাবে তার ব্যক্তিত্বের সামনে কাবু হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
মঞ্চ কাঁপানো এ তারকাই আবার সংসারও সামলাচ্ছেন পটু হাতে। এবার তার সেই ছোট্ট সংসারে আসছে নতুন অতিথি। সেরা গায়িকা, সেরা স্ত্রী এবার সেরা মা হওয়ার দৌড়েও এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।
বুদ্ধিমান পাঠকের নিশ্চয় বুঝতে আর বাকি নেই যে মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল।
ভারতের জনপ্রিয় এই সংগীত শিল্পি এবং তার স্বামী শিলাদিত্য এম. তাদের প্রথম সন্তানের আগমনের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায়।
"বেবি বাম্পকে" সযত্নে আগলে ধরা একটি ছবি ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে শ্রেয়া লিখেছেন, “আমি এবং শিলাদিত্য আপনাদের সকলের সাথে এই আনন্দের সংবাদটি ভাগ করে নেওয়ার জন্য শিহরিত। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করার সাথে সাথে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।”
সংবাদটি জানার পর থেকেই ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে শ্রেয়ার কমেন্ট বক্স জুড়ে। কেউ লিখেছেন "অভিনন্দন ম্যাম", কেউ বা "ওএমজি! কনগ্রাটস কুইন"।
শ্রেয়া বলেছেন, “আপনি যখন কিছু চাইবেন তখনই তা ঘটবে।”
বাল্যবন্ধু শিলাদিত্যর সাথে ২০১৫ বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া। লকডাউন চলাকালীন শ্রেয়া তার ভাই সৌম্যদীপ ঘোষালের পুরোদমে করেছেন সাথে নতুন কয়েকটি সংগীতের কাজ।
শ্রেয়া জানান, "কোয়ারেন্টাইন গত বছর আমাকে অন্তর্মুখী করে ফেলেছিল। আমি ভাবতাম সংগীত নিয়ে আমি ঠিক কী করতে চাই।"
মতামত দিন