সোমবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি
চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম সোমবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
অভিনেতার জামাতা তানভীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রাত ১০টার দিকে আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ কিছুদিন ধরেই গুরুতর কিডনি সমস্যায় ভুগছিলেন শাহীন আলম। গত ৫ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিডনির সমস্যা ছাড়াও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে পরদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
শাহীন আলম ১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত "নতুন মুখের সন্ধানে" শীর্ষক একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেয়েছিলেন। পরবর্তীতে "মায়ার কান্না" চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার।
বড় পর্দার এক সময়ের পরিচিত মুখ শাহীন আলম "এক পলকে", "গরিবার সংসার", "ঘাটের মাঝি", "তেজী", "চাঁদাবাজ", "প্রেম প্রতিশোধ", "টাইগার", "রাগ-অনুরাগ", "দাগী সন্তান", "বাঘা-বাঘিনী", "স্বপ্নের নায়ক", "অজানা শত্রু", "প্রেম দিওয়ানা", "বিগ বস", "পাগলা বাবুল", "শক্তির লড়াই", "ঢাকাইয়া মাস্তান", "বিদ্রোহী সালাউদ্দিন"সহ প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
মতামত দিন