অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের মাহবুব নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে লাখো কোরিয়ান দর্শকের মন
কোরিয়ান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্রের তুলনায় সবসময়ই ভিন্ন। গল্পের প্লট, নির্মাণ শৈলী কিংবা আধুনিক গ্রাফিক্সের ব্যবহার। সবকিছুতেই নিজেদের স্বকীয়তার ছাপ বজায় রেখেছে কোরিয়া। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নজরে পড়ে তা হলো কোরিয়ান অভিনেতাদের সাজসজ্জা। নারী হোক কিংবা পুরুষ, চকচকে মসৃণ আর দাগহীন ত্বক সবারই চোখে পড়ে। ধীরস্থির কোমল স্বভাবের কোরিয়ান নায়কদের ভীড়ে হঠাৎ করে বাংলাদেশের শ্যামল উস্কো-খুস্কো চুলের ছেলেটাকে দেখলে কেমন লাগবে?
অবিশ্বাস্য মনে হলেও এমনই এক বাংলাদেশি ছেলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে লাখো কোরিয়ান দর্শকের মন।
বাংলাদেশি এ অভিনেতার নাম মাহবুব আলম পল্লব। যদিও কোরিয়ান দর্শকদের কাছে তিনি মাহবুব লি নামেই পরিচিত।
মাহবুব নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করে ১৯৯৯ সালে অভিবাসী কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়ায় যান। সেখানে কাজ করার এক পর্যায়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় মাহবুবকে।
মাহবুব বলেন, "অভিবাসী কর্মীদের অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয়। আমার মনে হয়েছিল এই বিষয়ে কিছু করা উচিত। এভাবেই একদিন বুঝতে পারি, আমাদের কথা জানানোর জন্য গণমাধ্যমের সাহায্য দরকার। সেই ভাবনা থেকেই ২০০৪ সাল থেকে শুরু করি ডকুমেন্টারি তৈরি করা। তবে চলচ্চিত্রে অভিনয়ের কোনো পরিকল্পনা বা অভিজ্ঞতা আমার ছিল না। আমার ইচ্ছা ছিল দু-তিন বছর পরই দেশে ফিরে আসার।"
মাহবুব বর্ণনা করেন কিভাবে ডকুমেন্টারি বানাতে যেয়ে চলচ্চিত্রের সাথে জড়িয়ে পড়েন। তিনি বলেন, "দ্য রোড অব দ্য রিভেঞ্জ" চলচ্চিত্রের মধ্য দিয়ে আমার অভিনয় জীবনের শুরু। এই চলচ্চিত্রের পরিচালক আমাকে দায়িত্ব দিয়েছিলেন সুদর্শন কোনো নায়ককে খুঁজে দেবার। কিন্তু অনেক খুঁজেও মনের মতো কাওকে না পেয়ে নিজের কথাই বলি পরিচালকে। পরিচালকেরও আমাকে খুব পছন্দ ছিল চরিত্রটির জন্য। শুধুমাত্র আমাকে ওজন কমাতে বলেছিলেন তিনি।"
জেনজু উৎসবে দু'টি পুরস্কার পায় "দ্য রোড অব দ্য রিভেঞ্জ" আর অভিবাসী মাহবুব হয়ে ওঠেন অভিনেতা মাহবুব লি।
মাহবুব অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে— "হোয়ার ইজ রনি", "পেইনড", "মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ ওয়াইফ", "পারফেক্ট প্রপোজাল", "ইউ আর মাই ভাম্পায়ার", "লাভ ইন কোরিয়া" ও "আসুরা: সিটি অব ম্যাডনেস" উল্লেখযোগ্য।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে মাহবুব চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনার সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন ইন কোরিয়ার পরিচালকও মাহবুব
মতামত দিন