Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৫ বছর পর নাচলেন মিথিলা (ভিডিও)

নাচের ভিডিওটি ইতিমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে

আপডেট : ০৯ মে ২০২০, ০৭:৫৭ পিএম

১৫ বছরের পর নাচলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। তাও আবার স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের মা অর্থাৎ শাশুড়ি সুমিতা সরকারের অনুরোধে। নাচটির একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমেও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “মোর ভাবনার একি হাওয়ায়” গানটির সঙ্গে নাচের ভিডিওটি ইতিমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা নাচের ওই ভিডিওর ক্যাপশনে মিথিলা লেখেন, “প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়...আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।”

তিনি আরও লেখেন, “কদিন আগে শাশুড়ি বললেন, উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত, এমন সুযোগটাই কাজে লাগালাম নাচ দিয়ে। চিন্তা করলাম, ঘরেই যেহেতু আছি- নাচ কেন নয়? 

   

About

Popular Links

x