Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

রণবীরের সিনেমা নিয়ে দীপিকার বিড়ম্বনা

গত এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা বাতিল হয়

আপডেট : ০৪ জুন ২০২০, ০৭:০৩ পিএম

সিনেমার প্রযোজক হওয়াটা কম ঝামেলার নয়। গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘‘ছপাক’’-এর প্রযোজনা করে সে অভিজ্ঞতা হয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের। এবার স্বামী রণবীর সিং অভিনীত ‘‘এইটিথ্রি’’ সিনেমাটি নিয়ে আবারও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বড় বাজেটের ছবিটির অন্যতম প্রযোজক দীপিকা। অন্য প্রযোজকরা হলেন- কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা, বিষ্ণু বর্ধন ইন্দুরি, ফ্যান্টম ফিল্মস ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট। এই মুহূর্তে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেসব কাজের তদারকি করছিলেন রিলায়েন্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার। 

কিন্তু সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন শিবাশিস। তারপরেই ছড়িয়ে পড়ে, ‘‘এইটিথ্রি’’র পোস্ট প্রোডাকশনের সব কাজ এখন থেকে দীপিকা দেখবেন। স্বাভাবিকভাবেই বিষয়টি দীপিকার জন্য অস্বস্তির। 

তাই দেরি না করে বাকি প্রযোজকদের তিনি জানান, খবরটি মোটেই সত্য নয়। 

দীপিকা মনে করেন, এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের সব দায়িত্ব নিতে পারেন একমাত্র ছবিটির পরিচালক ও প্রযোজক কবীর খান।

গত এপ্রিল মাসে ‘এইটিথ্রি’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস এবং লকডাউনের কারণে তা বাতিল হয়।

আটকে যায় ছবির পোস্ট-প্রোডাকশনের বাকি থাকা কাজও। পরবর্তীতে কাজ শুরু হলেও, ছবিটি কবে রিলিজ় হতে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

About

Popular Links