গতমাসেই নিজের শহর বুধনায় ঈদ উদযাপন করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। জীবনের ২০ বছরেরও বেশি সময় ধরে কৃষিকাজ করেছেন নওয়াজ। আর গ্রামে ফিরে সেই কৃষিতেই ফের মন দিয়েছেন এই অভিনেতা।
নওয়াজউদ্দিন সিদ্দিকি অল্প বয়সেই কৃষিকাজ শুরু করেছিলেন। তার বাবা নবাবউদ্দিন সিদ্দিকি নিজেও কৃষক ছিলেন।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৪৬ বছর বয়সী এই অভিনেতা মাঠে চাষ করে কাটানো দিনের একঝলক শেয়ার করেছেন। “আজকের মতো শেষ” ক্যাপশন লিখে পোস্ট করা ভিডিওতে নওয়াজউদ্দিনকে দিনের শেষে হাত ধুতে দেখা যায়। পেছনে তখন অস্তগামী সূর্য। কোদাল তুলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় নওয়াজকে। সারাদিনের চাষের পরে, নওয়াজউদ্দিনের জামাকাপড়ে ঘামের দাগ, কাদার ছোপ তখনও উজ্জ্বল।
নওয়াজের এই পোস্ট দেখে তার অনেক ভক্ত-অনুরাগী এতে ইতিবাচক সাড়া দিয়েছেন। ইনস্টাগ্রামে এক অনুরাগী লিখেছেন, “এই তো, একেই আমরা ‘ডাউন টু আর্থ' বলি।”
অন্য একজন লিখেছেন: “আপনি একজন অনুপ্রেরণা স্যার।”
আরেক ভক্ত লিখেছেন: “এত বড় অভিনেতা হওয়ার পরেও আপনি জীবনে এত সরল কেমন করে?”
Done for the day !!! pic.twitter.com/1oXDUS4E8m
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 22, 2020