Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

না ফেরার দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য

তার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১০:০২ পিএম

চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মৃণাল ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর

বুধবার (৮ জুলাই) ভোররাতে তিনি মারা যান বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফাহিম রেজা।

ডা. রেজা বলেন, “গত ১৮ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি।”

অসুস্থ অবস্থায় তার করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা হয়েছিল। রিপোর্ট থেকে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

তার মৃত্যুর খবরে বন্দর নগরীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা এই শিল্পী নজরুল শিল্পী সংস্থা ও আর্য্য সঙ্গীত বিদ্যাপীঠের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চলাকালে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

স্বাধীনতা যুদ্ধের ৯ মাসে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About

Popular Links