Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘রিয়াই সুশান্তকে বিষ খাইয়ে হত্যা করেছে’ (ভিডিও)

এই ঘটনায় রিয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সুশান্তের বাবা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৬:৩৭ পিএম

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এফআইআরে উল্লেখ করেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। 

তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি দাবি করেছেন, তার ছেলেকে হত্যা করেছেন রিয়া।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে তিনি বলেন, “রিয়াই আমার ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছেন। একটা লম্বা সময় ধরে সে সুশান্তকে বিষ খাইয়ে আসছিল।”

এই ঘটনায় রিয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন কে কে সিং।

প্রসঙ্গত, সম্প্রতি মাদক ব্যবসায়ীদের সঙ্গে রিয়ার যোগাযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এরপরেই বিষয়টি ভারতে “টক অব দ্য কান্ট্রিতে” পরিণত হয়েছে। নিষিদ্ধ মাদক সঙ্গে রাখা, সেবন করা এবং পাচারের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছে দেশটির নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

উল্লেখ্য, রিয়া এবং গৌরব নামে এক মাদক পাচারকারীর কথোপকথনও প্রকাশ্যে এসেছে। সামনে এসেছে রিয়া ও তার ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার একটি ব্যক্তিগত কথোপকথন। সেখানে দেখা যাচ্ছে, জয়া রিয়াকে লিখছেন, “সুশান্তের চায়ে কয়েক ফোঁটা মিশিয়ে দাও”।

কী মেশাতে বলেছিলেন জয়া? কেনইবা গৌরবের কাছ থেকে এমডির (শক্তিশালী মাদক) খোঁজ করেছিলেন রিয়া? এসই খতিয়ে দেখছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

ভিডিওতে দেখুন সুশান্তের বাবার অভিযোগ-


About

Popular Links