Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছেলের জন্মদিনে শাকিবের আবেগঘন স্ট্যাটাস

ছেলের উদ্দেশে শাকিব লেখেন, 'এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়'

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খানের বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হলো। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় থাকে মায়ের কাছে। ২০১৬ সালে কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয়া চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এ জুটির একমাত্র ছেলে রবিবার (২৭ সেপ্টেম্বর) ৫ বছরে পা দিয়েছে।

ছেলের জন্মদিনে তার সাথে তোলা একটি ছবি পোস্ট দিয়ে শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার “জয়” বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও।”

শাকিব খান আরও লেখেন, “তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।”

উল্লেখ্য, টালিউড চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খান ভালোবেসে গোপনে ২০০৮ সালে বিয়ে করেন। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় ছেলে আব্রাম খান জয়ের। বেশ কয়েক বছর শাকিব-অপুর মধ্যে মান-অভিমান চলছিল। দূরত্ব তৈরি হওয়ার এক পর্যায়ে বছরখানেক অন্তরালে থাকার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস।

পরে ওই বছরের ২২ নভেম্বর শাকিব খান তার আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান। শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ার পর থেকে মায়ের সাথেই আছে ছেলে আব্রাহাম খান জয়।

   

About

Popular Links

x