২০১০-এ মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়েই রণবীরের বলিউডে যাত্রা শুরু। আর সেই ছবিতে জুটি বেধেছিলেন সাবেক প্রেমিকা আনুশকার সাথে। ছবির শুটিংয়েই প্রেমে পড়েন দুজন দুজনার। অথচ বছর না ঘুরতেই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও একটি ঝামেলার সূত্র ধরে সম্পর্কের ইতি টানেন তারা।
এক সময় ঝড় তোলা রণবীর-আনুশকার প্রেম কাহিনীর হঠাৎ ইতি হবার পর নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও কোন মন্তব্য করেননি এই দুই তারকা। কিন্তু হঠাৎই সাবেক প্রেমিক রণবীরকে ‘নোংরা’ বলে আখ্যা দিলেন আনুশকা।
করণ জোহরের একটি চ্যাট শো-এ আমন্ত্রিত হন সাবেক এই জুটি। নিজেদের সম্পর্ক নিয়ে শেষমেশ মুখ খোলেন তারা সেখানে।
সেই অনুষ্ঠানেই ঠাট্টার আমেজেই হাসতে হাসতে আনুশকা বলে ওঠেন, ‘‘আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জানো? ও খুব নোংরা ছেলে…।’’
আর তার সেই মন্তব্য নিয়েই এখন বেশ আলোচনা শুরু হয়েছে বলিউডে।
সাবেক এই তারকা জুটি নিজেদের ব্যক্তিগত জীবনে বেশ ভালই আছেন। গত বছরই আনুশকা ঘর বেঁধেছেন ভারতীর তারকা-ক্রিকেটার বিরাট কোহলির সাথে। আর আগামী নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন রণবীর-দীপিকা জুটি।