Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত তামান্না

গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৮:৫২ পিএম

বলিউড ও ভারতের দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জানা গেছে, সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে যান তামান্না। সেখানে যাওয়ার পর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর তাকে চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছিল। 

About

Popular Links