Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্যান্সার জয়ের খবর জানালেন সঞ্জয় দত্ত

রোগমুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৮:০৫ পিএম

দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে মুক্ত হওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় বলিউড তারকা সঞ্জয় দত্ত। বুধবার (২১ অক্টোবর) নিজের ক্যান্সারমুক্তির ঘোষণা দেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

কয়েকমাস আগে হঠাৎ করেই সব ধরনের কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তারপর তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে বলে জানা যায়। এরপর শুরু হয় চিকিৎসা।

রোগমুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 

জানা গেছে, দুটি কেমেথেরাপি দেওয়া হয়েছে সঞ্জয়কে। আর তাতেই ভালো ফল মিলেছে। 

কয়েকদিন আগেই ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সঞ্জয় দত্তের পরিবারের এক সদস্য জানিয়েছেন, তিনি ভালোই আছেন। চিকিৎসায় ভালো ফল মিলছে। কিছু রিপোর্টের অপেক্ষা করছেন তারা।


টুইটারে সঞ্জয় জানান, ২১ অক্টোবর ছেলে ও মেয়ের জন্মদিনে এর থেকে ভালো উপহার তিনি আর দিতে পারতেন না। নিজের সুস্থতার জন্য মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক ডা. সেওয়ান্তি ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়।

এর আগে এক ভিডিও বার্তায় সঞ্জয় জানিয়েছিলেন, এবার কাজে ফিরতে যাচ্ছেন তিনি। নভেম্বরেই শুরু করবেন ‘‘কেজিএফ চ্যাপ্টার ২’’-এর শুটিং।

About

Popular Links