Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি ভক্তের জন্মদিনে সোনমের শুভেচ্ছা

গত ১০ জানুয়ারি ছিল বাংলাদেশি সাবরিনা ইলার জন্মদিন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৭:২৪ পিএম

বলিউড তারকা সোনম কাপুর। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে সব সময় থাকে ভক্তদের আনাগোনা। সবসময়ই পেতে থাকেন ভক্তদের শুভেচ্ছা। 

তবে এবার ব্যতিক্রম ঘটেছে। সোনমই এক ভক্তের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভক্ত আবার বাংলাদেশি।   

গত ১০ জানুয়ারি ছিল বাংলাদেশি সাবরিনা ইলার জন্মদিন। নিজেই ভেরিফায়েড টুইটার প্রোফাইল থেকে তাকে শুভেচ্ছা জানান সোনম। শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, “শুভ জন্মদিন সাবরিনা ইলা। দিনটি তোমার সেরা হোক।”

তারকা সোনমের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে ইলা টুইটারে লিখেছেন, “আমি কতটা খুশি হয়েছি তা তুমি জানো না। সত্যিই আমি সবচেয়ে সৌভাগ্যবান! আমি তোমাকে ভালোবাসি।”

ইলা ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টুইটার ও ইনস্টাগ্রামে “সোনম কাপুর আহুজা ক্যাফে” নামের একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন।

   

About

Popular Links

x