Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সেরা অভিনেতা হলেন সুশান্ত সিং রাজপুত

চলচ্চিত্র জগতে সুশান্ত সিং রাজপুতের অবদানকে সম্মাননা জানাতে তাকে মরণোত্তর সেরা অভিনেতা হিসেবে মনোনীত করা হয়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৭ পিএম

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করে এ বছর অনুষ্ঠিত হল "দাদা সাহেব ফালকে-২০২১" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিবছর ভারতের তথ্য ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের অধীনে এই পুরষ্কার প্রদান করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন, সঙ্গীত এবং ওয়েব প্ল্যাটফর্মে অবদানের জন্য দেওয়া হয় এই পুরস্কার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র জগতে সুশান্ত সিং রাজপুতের অবদানকে সম্মাননা জানাতে তাকে মরণোত্তর সেরা অভিনেতা হিসেবে মনোনীত করা হয়। 

 সুশান্ত সিংহের পরিবার ও ভক্তরা ছাড়াও নেটিজনেরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ ঘোষণার পরেই। সুশান্ত ছাড়াও হরর-কমেডি চলচ্চিত্র "লক্ষ্মী"র জন্য সেরা অভিনেতা হয়েছেন অক্ষয় কুমার।

মেঘনা গুলজারের "ছাপাক" চলচ্চিত্রের জন্য দীপিকা পাড়ুকোন এবং "গিল্টি" র জন্য সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রী হয়েছেন কিয়ারা আদভানি। ওয়েব চলচ্চিত্র "লুডো"র জন্য সেরা পরিচালক হয়েছেন অনুরাগ বসু।

অন্যদিকে অজয় দেবগাণ-সাইফ আলী খান অভিনীত "তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র" সেরা চলচ্চিত্র হিসেবে শিরোপা জিতে নেয়।

টেলিভিশনে "নাগিন ৫"-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন সুরভী চন্দনা এবং সেরা অভিনেতা হয়েছেন "কুন্ডলী ভাগ্য"র ধীরাজ ধুপার।

About

Popular Links