Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

আবার মা হচ্ছেন গ্যাল গ্যাডট

৩৫ বছর বয়সী এই নায়িকা ২০০৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইসরায়েলের হয়ে

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৭:২৫ পিএম

“ওয়ান্ডার ওম্যান” খ্যাত হলিউড তারকা গ্যাল গ্যাডট তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।  তিনি ও তার স্বামী জ্যারন ভারসানোর পরিবারে নতুন অতিথি আসছে-সোমবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন তিনি। 

স্বামী এবং তার দুই মেয়ে আলমা (৯) ও মায়া (৩) সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে গ্যাল গ্যাডট এই সুসংবাদ দেন।  এর আগের দিন রবিবার রাতে গোল্ডেন গ্লোব ২০২১-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা করে তিনি। 

ছবিটি শেয়ার করার পর অভিনেত্রী হিলারি স্যঙ্ক গ্যালকে অভিনন্দন জানিয়ে কমেন্ট করে লেখেন, “অভিনন্দন।” এ ছাড়া আকুয়াম্যান খ্যাত তারকা জেসন মোমোয়া লেখেন, “অভিনন্দন, মাম্মা।”

৩৫ বছর বয়সী এই নায়িকা ২০০৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইসরায়েলের হয়ে। তারপর শুরু করেন ফ্যাশন মডেলিং। টেলিভিশনেও অভিনয় করেছেন। বড় পর্দায় তার আবির্ভাব “ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” সিরিজের চতুর্থ ছবির মধ্য দিয়ে।

 

   

About

Popular Links

x