Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর গুজব, অভিনেত্রী বললেন ‘বেঁচে আছি’

অভিনেত্রী প্রিয়া আমান আর বেঁচে নেই এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল এ মাসের প্রথম দিকে

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৪:৩৮ পিএম

"অভিনেত্রী প্রিয়া আমান আর বেঁচে নেই" এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল এ মাসের প্রথম দিকে। অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এ কথা জানানো হয়েছিল। তবে সংবাদটি নিশ্চিত করতে পারেননি চলচ্চিত্র অঙ্গণের কেউই। এমনকি পাওয়া যায় নি প্রিয়ার পরিবারের কারও মতামতও।

তবে অভিনেত্রীর মৃত্যু সংবাদে কষ্ট পেয়েছেন যারা তাদের উদ্দেশে এবার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিলেন প্রিয়া আমান। বললেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে কেউ এই কাজটি করেছিল।

২১ মার্চ ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রিয়া লিখেছেন, "আলহামদুলিল্লাহ। আমি প্রিয়া আমান ভালো আছি। যেসব সাংবাদিক ভাইয়েরা আমাকে নিয়ে চিন্তা করেছেন তাদের জন্য ভালোবাসা আরো বেড়েছে। যারা আমাকে মেসেজ বা কল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক করেছেন তাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আমিন।"

এ অভিনেত্রী জানান, শারিরীক অসুস্থার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। তবে এখন কিছুটা ভালো আছেন। ফেসবুক অ্যাকাউন্টটিও উদ্ধার করেছেন হ্যাকারদের হাত থেকে।

   

About

Popular Links

x