Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘দুঃখিত’, বললেন জেমস!

কনসার্টটির মাধ্যমে টানা দেড় বছর পর স্টেজে দর্শক-শ্রোতাদের সামনে আসার কথা ছিল জেমসের। ভক্তদের মধ্যেও ছিল অদম্য উদ্দীপনা

আপডেট : ২৬ মার্চ ২০২১, ১১:২২ এএম

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জেমস বললেন, ‌‘দুঃখিত’! অথচ এই দিনটিকে ঘিরে গত কয়েকদিনে উচ্ছ্বসিত ছিলেন নগর বাউলের ভক্তরা। 

গাজীপুরের রাজবাড়ি মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে মাইক্রোফোন হাতে ভক্তদের সংগীতের উচ্ছ্বাসে ভাসাবেন বলে অধীর আগ্রহে ছিলেন রকতারকা জেমস। কিন্তু জেমসের কনসার্টটি অনুষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ঠিক ১২টায়, মানে সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে ক্ষুদে-বার্তা পাঠালেন নগর বাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জেমসের পক্ষ থেকে বললেন, “দুঃখিত! শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা কনসার্টে আমাদের দেখা হচ্ছে না। সারাদেশের মতো গাজীপুরেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায়, আপামর জনসাধারণের বৃহৎ স্বার্থে রাজবাড়ি মাঠের কনসার্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো!”

ভক্তদের এটাও জানাতে ভুললেন না জেমস, “ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।” 

কনসার্টটির মাধ্যমে টানা দেড় বছর পর স্টেজে দর্শক-শ্রোতাদের সামনে আসার কথা ছিল জেমসের। ভক্তদের মধ্যেও ছিল অদম্য উদ্দীপনা। কিন্তু পরিস্থিতির কারণে সবকিছুই থমকে গেল।

“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কনসার্ট” নামের বিশেষ এই আয়োজন করেছিল গাজীপুর সিটি করপোরেশন। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম।

About

Popular Links