Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবারের ফিল্মফেয়ারে 'থাপ্পড়' এর জয়!

সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রয়াত ইরফান খান, ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য। এছাড়া ইরফানকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডও দেয়া হয়েছে

আপডেট : ৩০ মার্চ ২০২১, ০৬:৫৩ পিএম

ভারতের চলচ্চিত্রবিষয়ক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড- ২০২১ ঘোষণা হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় চলতি বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৬তম আসরটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রয়াত ইরফান খান, “আংরেজি মিডিয়াম” ছবির জন্য। এছাড়া ইরফানকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডও দেয়া হয়েছে।

“থাপ্পড়” সিনেমায় অমৃতা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাপসী পান্নু। সিনেমাটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। অনুষ্ঠানে বিগ বি অমিতাভ বচ্চন “গুলাবো সিতাবো”র জন্য পেয়েছেন সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার।

৬৬ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২১ এ বিজেতাদের সম্পূর্ণ তালিকা—


আজীবন সম্মাননা: ইরফান খান

সেরা চলচ্চিত্র : থাপ্পড় (পরিচালক অনুভব সিনহা)

সেরা পরিচালক: ওম রৌত (তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র)

সেরা চলচ্চিত্র (সমালোচক): ইব এলে উ! (পরিচালক প্রতীক ব্যাটস)

কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): ইরফান খান (আংরেজি মিডিয়াম)

সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)

কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা (নারী): তাপসী পান্নু (থাপ্পড়)

সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা শোম (স্যার)

সহায়ক চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): সাইফ আলি খান (তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র)

সহায়ক চরিত্রে সেরা অভিনেতা (নারী): ফারুক জাফফার (গুলাবো সিতাবো)

সেরা গল্প: অনুভব সিনহা ও মৃন্ময়ী লাগো বৈকুল (থাপ্পড়)

সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যার)

সেরা সংলাপ: জুহি চতুর্বেদি (গুলাবো সিতাবো)

অভিষেকে সেরা পরিচালক: রাজেশ কৃষ্ণন (লুটকেস)

অভিষেকে সেরা (নারী): আলিয়া ফার্নিচারওয়ালা (জওয়ানি জানেমান)

সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো)

সেরা গীতিকবিতা: গুলজার (ছপাক)

সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): রাঘব চৈতন্য (এক টুকরা ধূপ)

সেরা প্লেব্যাক শিল্পী (নারী): অসীস কৌর (মালাং)

টেকনিক্যাল অ্যাওয়ার্ডস

সেরা অ্যাকশন: রামাজন বুলুত, আরপি যাদব (তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: মঙ্গেশ ঊর্মিলা ধাকড় (থাপ্পড়)

সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (গুলাবো সিতাবো)

সেরা কোরিওগ্রাফি: ফারাহ খান (দিল বেচারা)

সেরা কস্টিউম ডিজাইন: বীরা কাপুর ই (গুলাবো সিতাবো)

সেরা সম্পাদনা: যশা পুষ্প রামচন্দানি (থাপ্পড়)

সেরা প্রোডাকশন ডিজাইন: মানসী ধ্রুব মেহতা (গুলাবো সিতাবো)

সেরা সাউন্ড ডিজাইন: কামদ খারারে (থাপ্পড়)

সেরা ভিএফএক্স: প্রসাদ সুতার (এনওয়াই ভিএফএক্স ওয়ালা, তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার

সেরা চলচ্চিত্র (ফিকশন): শিবরাজ বৈচল (অর্জুন)

সেরা চলচ্চিত্র (নন-ফিকশন): নীতেশ রমেশ পারুলেকার (ব্যাকইয়ার্ড ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি)

সেরা অভিনেতা (নারী): পূর্তি সবরদেকার (দ্য ফার্স্ট ওয়েডিং)

সেরা অভিনেতা (পুরুষ): অর্ণব অবদাগির (অর্জুন)

সেরা চলচ্চিত্র (পপুলার চয়েস): দেবী

প্রসঙ্গত, ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার ম্যাগাজিনের উদ্যোগে প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।


   

About

Popular Links

x