Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘সঞ্জু’ বাহিনীকে বাঁচালেন এ আর রাহমান

বলিউডের খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি ও অস্কার জয়ী সুরস্রষ্টা এ আর রাহমান প্রথমবার জোট বাঁধলেন। সঞ্জু তাদের নিয়ে এলো একই শিবিরে।

আপডেট : ০৬ জুন ২০১৮, ০৯:৫৩ পিএম

সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ছবিটির ট্রেলারে উল্লেখ করা হয়েছে অতিথি সুরকার হিসেবে এ আর রাহমানের নাম। যদিও এর সংগীত পরিচালনা করেছেন রোহান-রোহান ও বিক্রম মনট্রস।

জানা গেছেছবিটির একটি গান নিয়ে প্রযোজক বিধু বিনোদ চোপড়ার অসন্তোষ ছিল। এ কারণে রাহমানের দরজায় কড়া নাড়তে হয়েছে তাদের। ততদিনে গানটির শুটিং হয়ে গেছে। তাই আরেকটি গান বানিয়ে আবারও শুটিং করার সুযোগ ছিল না।

রাজকুমার হিরানি শেয়ার করেছেনএসব দৃশ্য দেখে নিজের ভাবনা থেকে নতুন একটি গান তৈরি করতে পারেনএমন একজনকে দরকার ছিল আমাদের। অসাধারণ দক্ষ কেউ ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়। তাই রাহমানের নাম প্রস্তাব করেন বিধু। আমরা তাকে ফোন করতেই তিনি তাৎক্ষণিকভাবে আমাদের সহযোগিতা করতে রাজি হয়েছেন। তার নম্রতায় আমি বিমুগ্ধ।

রাহমানের প্রশংসা করে হিরানি আরও বলেনতিনি অত্যন্ত প্রতিভাবান। সিনেমা সম্পর্কে তার অগাধ জ্ঞান। সুরের মূর্ছনায় চিত্রকর্ম সাজিয়ে ফেলতে পারেন তিনি। শ্রোতা কী চায় তা অনায়াসে ধারণ করা তার সহজাত।

এ ছবির জন্য দুটি গান সুর করেছেন এ আর রাহমান। তিনি বলেছেনবিধু বিনোদ চোপড়া ও রাজু হিরানি একসঙ্গে মিলে কীভাবে একের পর এক ব্লকবাস্টার (থ্রি ইডিয়টসমুন্নাভাই এমবিবিএসলাগে রহো মুন্নাভাইপিকে) উপহার দিলেনতা নিয়ে বরাবরই কৌতূহল ছিল আমার। তাদের কাছ থেকে অতিথি সুরকার হওয়ার জন্য ফোন পাওয়া ছিল আনন্দময় চমক। নতুন ছবিটির জন্য গীতিকার ইরশাদ কামিলকে নিয়ে দুটি গান তৈরির পুরো প্রক্রিয়া ভালো লেগেছে আমার।

সঞ্জু-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত চরিত্রে পরেশ রাওয়ালসুনীলের স্ত্রী নার্গিসের ভূমিকায় মনীষা কৈরালাসঞ্জুর বন্ধুর চরিত্রে ভিকি কৌশল এবং নায়িকার ভূমিকায় আছেন সোনম কাপুর ও দিয়া মির্জা। সাংবাদিক চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ জুন।

সঞ্জু ছবির ট্রেলার:


   

About

Popular Links

x