Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

রজনীকান্ত-অক্ষয়ের সাথে '২.০' তে আছেন ঐশ্বরিয়াও!

ভিন্ন নামের হলেও '২.০' মূলত রজনীকান্ত অভিনীত ‘রোবট’র সিক্যুয়েল।

আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ পিএম

ভারতের দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের উচ্চাভিলাষী প্রজেক্ট '২.০' নিয়ে বলিউড জুড়ে চলছে তোলপাড়। ইতোমধ্যেই টিজার দেখিয়ে সিনেমাটি রয়েছে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলিউড ম্যাগাজিন ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, নানান রকমের চমকের সাথে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিতে এবার শোনা যাচ্ছে সিনেমাটিতে থাকছেন বলিউডের লাস্যময়ী সুন্দরী সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়। 

ভিন্ন নামের হলেও '২.০' মূলত রজনীকান্ত অভিনীত ‘রোবট’র সিক্যুয়েল। আবারও বিজ্ঞানী বশিগরন পর্দায় হাজির হচ্ছেন তার আবিষ্কৃত চিট্টি দ্য রোবটকে নিয়ে।

দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন। অক্ষয়কে প্রথমবারের মতো সুপার ভিলেন চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রথম পর্বে ঐশ্বরিয়া রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন। নতুন পর্বে বেশকিছু ইমোশনাল দৃশ্যে সাবেক এই বিশ্ব সুন্দরীকে দেখা যাবে বলে জানা গেছে।

সিনেমাটির বাজেট ৬০০ কোটি রূপি পার করেছে। যা ‘বাহুবলী’র বাজেটকেও পেছনে ফেলে দিয়েছে। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট। চলতি বছরেই ‘২.০’র মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About

Popular Links