Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের ছয় মাসেই বাবা হলেন হাবিব

হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, মা ও সন্তান দুজনই ভালো আছে

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৭:২৬ পিএম

বিয়ের সাত মাস পূর্তির আগেই ফুটফুটে পুত্র সন্তানকে আমন্ত্রণ জানিয়েছেন হাবিব-শিফা দম্পতি।

 জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে এ দম্পতির প্রথম পুত্র সন্তান।

হাবিব ওয়াহিসের বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ খবরটি নিশ্চিত করে জানান, নাতির নাম রাখা হয়েছে আয়াত।

তিনি আরও জানান, আমি এখন গ্রামেরবাড়িতেই থাকি। শুনেছি হাবিবের বাবা হয়েছে। মা ও সন্তান ভালো আছে। আপনারা দুজনের জন্যই দোয়া করবেন।

এ বছরের জানুয়ারিতে মডেল আফসানা চৌধুরী শিফাকে ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

উল্লেখ্য, ২০০৩ সালে লুবায়না নামের একজনকে প্রথম বিয়ে করেন হাবিব। সেই বিয়ের বিচ্ছেদের পর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন তিনি। আলীম ওয়াহিদ নামে তাদের একটি পুত্র সন্তানও আছে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি দাম্পত্যের ইতি টানেন তারা। পরবর্তীতে শিফাকে বিয়ে করেন হাবিব।

About

Popular Links