Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিনোদনের ভুবন ছেড়ে ইসলামের পথে আসার ঘোষণা সানাই মাহবুবের

ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন সানাই মাহবুব

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০২:১২ পিএম

নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ঢালিউডে। সেই স্বপ্ন পূরণ না হলেও শরীরে সার্জারি করানো থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আর সামাজিক যোগাযেগমাধ্যমে নিজেকে আপত্তিকর ও খোলামেলারূপে উপস্থাপনের জন্য সমালোচিত সানাই মাহবুব ।

আচমকাই তিনি ঘোষণা দিয়েছেন বিনোদনের জগৎ ছেড়ে দেওয়ার। জানান ইসলামের পথে অতিবাহিত করতে চান নিজের বাকি জীবন।

সম্প্রতি হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত হয়ে এক ভিডিওবার্তায় এসব কথা জানান সানাই।

ভিডিওবার্তায় সানাই মাহবুব বলেন, "ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।"

ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়াপ্রার্থী সানাই মাহবুব। সেই সঙ্গে কারো কাছে তার কোনো ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলার অনুরোধও সেই ভিডিওবার্তায় জানান তিনি।

অনেকের ধারণা, নানা কারণে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করতে না পারার স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই শোবিজের রঙিন দুনিয়া ছাড়ছেন সানাই।

উল্লেখ্য, সানাই মাহবুব অল্প কিছুদিনে বেশ কয়েকটি চলচ্চিত্রে শুটিং করেছিলেন। তার মধ্যে অন্যতম "ময়নার শেষকথা" এটি মুক্তি পেতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই।

About

Popular Links