Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার ‘হিজড়া’ বেশে দেখা যাবে হিরো আলমকে

‘আপনারা আমাকে দেখছেন নতুন রূপে। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি’

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:৪৬ পিএম

একের পর এক গান প্রকাশ কিংবা নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল অথবা চলচ্চিত্রে অভিনয়, যেভাবেই হোক আলোচনায় থাকতে পছন্দ করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিন্তু কোনো আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে প্রতিনিয়ত নিজেকে নতুন রূপে হাজির করাটাই যেন তার পেশাই নয় বরং নেশাও।

পর্দায় বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা গিয়েছে তাকে। কখনো টারজান, কখনোবা দৈত্য হিসেবে হাজির হয়েছেন তিনি। তবে এবার তাকে দেখা যাবে এক ব্যতিক্রমী রূপে। পর্দায় এবার হিরো আলমের আবির্ভাব হবেন তৃতীয় লিঙ্গের চরিত্রে। সরদার প্রোডাকশনের ব্যানারে "ভাইরাল বউ" শিরোনামে নতুন এক ভিডিওতে শিগগিরই হিরো আলমকে এ বেশে দেখা যাবে তাকে

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, "আপনারা আমাকে দেখছেন নতুন রূপে। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।"

 ভিডিওর শুটিং এর একটা সেই ছবিতে হিরো আলমের ব্যতিক্রম সাজসজ্জায় দেখা যায়। সেই ছবিতে কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, কাঁধে লেডিস ব্যাগ নিয়ে আর গায়ে টকটকে লাল শাড়ি জড়ানো অবস্থায় দেখা যায় তাকে।


উল্লেখ্য, এর আগে নিজের প্রযোজনায় কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন হিরো আলম। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও আনাগোনা রয়েছে হিরো আলমের। কয়েকদিন পরপরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও আরবি ভাষায় নতুন নতুন গান গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। গান গেয়েছেন পরীমণিকে নিয়েও। ঘণ্টা না পেরোতেই সেসব গানে লাখ লাখ ভিউও এসেছে।

About

Popular Links