Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নামে নতুন অ্যালবাম বের করছেন অর্ণব!

তবে অ্যালবামটিতে অংশ নেওয়া শিল্পীদের নাম এখনই জানাতে চান না তিনি

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:০৫ এএম

 "অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস" শিরোনামে নতুন অ্যালবামের কাজ করছেন সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

নতুন অ্যালবামটিতে একদম নতুন শিল্পীদের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিতে চান জানিয়ে গণমাধ্যমকে অর্ণব বলেন, “আমার আর বুনোর স্টুডিওতে অ্যালবামের গানের রেকর্ডিং করছি। আগামী এক–দুই মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এই লাইনআপের সবাই নতুন, এদের সঙ্গে আগে আমার কোনো কাজ হয়নি।”

তবে শিল্পীদের নাম এখনই জানাতে চান না তিনি।

২০০৯ সালে “অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস" নামে একটি ব্যান্ড গঠন করেন অর্ণব ও কয়েকজন বন্ধু মিলে। এরপরই “অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ” নামের একটি অ্যালবাম প্রকাশ করেন তারা,  প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণে ওই অ‍্যালবামটির সঙ্গীতায়োজন করা হয়। সেসময় অনেক প্রশংসা কুড়িয়েছিল ওই অ‍্যালবামটি।

সর্বশেষ গত জুন মাসে অর্ণবের গাওয়া আরেকটি রবীন্দ্র সঙ্গীত “দুঃখ যদি না পাবে তো” প্রকাশ পায়।

About

Popular Links