Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নেটফ্লিক্সের ছবিতে বাংলাদেশকে নিয়ে ‘অসম্মানজনক’ সংলাপ

বিষয়টি তৈরি পোশাকখাত সংশ্লিষ্ট হওয়ায় প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিজিএমইএ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৪:৪৭ পিএম

সিনেমায় বাংলাদেশের তৈরি পোশাকখাত নিয়ে “অসম্মানজনক এবং অবমাননাকর” সংলাপ সরিয়ে নিতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে চিঠি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সংগঠনটির প্রেসিডেন্ট ফারুক হাসানের সই করা চিঠিটি রবিবার (৮ আগস্ট) বিশ্বজুড়ে জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে “দ্য লাস্ট মার্সেনারি” ছবিতে ব্যবহৃত একটি সংলাপের বিষয়ে অসন্তোষের কথা জানান তিনি।

ডেভিড ক্যারন পরিচালিত এবং অ্যাকশন সুপারস্টার জিন-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত ছবিটি গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়।

ছবিটির একটি দৃশ্যে একজন অভিনেতার মুখে শোনা যায়, “হ্যাঁ বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। বাংলাদেশের বানানো হলে আমি বোধহয় মরেই যেতাম।”

ছবিটি মুক্তির পর বিষয়টি চোখে লাগে কিছু নেটিজেনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির সমালোচনা করেন তারা।

বিজিএমইএ প্রধান মনে করেন, “ওই সংলাপ কেবল তৈরি পোশাকখাতে বাংলাদেশের অগ্রগতিকেই খাটো করেনি, একই সঙ্গে বিশ্বজুড়ে লাখ লাখ ক্রেতাকেও অসম্মান করেছে।”

তিনি বলেন, এ মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকখাতে নিরলস পরিশ্রম করে যাওয়া ৪০ লাখ মানুষের শ্রম, অবদান ও গুণ-মানকে অসম্মান করা হয়েছে।

এ চিঠির জবাবে এখনও কিছু বলেনি নেটফ্লিক্স।

   

About

Popular Links

x