Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

শিল্পা শেঠির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে উত্তর প্রদেশে অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৮:৩৮ পিএম

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ণগ্রাফি মামলায় বলিউড তারকা শিল্পা শেঠির নাম বার বারই উঠে আসছিল। এ মামলার রেশ না কাটতেই আবারও প্রতারণার মামলায় ফেঁসে গেলেন তিনি।

মঙ্গলবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এবার, শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে উত্তর প্রদেশে অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। লখনৌয়ে হজরতগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী এবং রোহিত বীর সিং নামে এক ব্যক্তি বিভূতিখন্দ থানায় আরেকটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন তাদের বিরুদ্ধে। 

পুলিশের সূত্রে জানা গেছে, শিল্পা শেঠি 'আইওসিস ওয়েলনেস সেন্টার' নামে একটি ফিটনেস সংস্থা চালান। কোম্পানির চেয়ারম্যান শিল্পা ও তার মা সুনন্দা শেঠি। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নাম করে তারা কোটি কোটি টাকা আত্মাসাৎ করেছেন।

About

Popular Links