Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

শ্রাবন্তী: কোনো কোনো পুরুষ আপনাকে রানি বানিয়েও রাখবে!

সম্প্রতি আবারও নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এই অভিনেত্রীকে নিয়ে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১০:৪৭ পিএম

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সম্প্রতি আবারও নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এই অভিনেত্রীকে নিয়ে। 

সেই প্রেমিক হলেন অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। তবে গুঞ্জন উঠেছিল তাদের সম্পর্ক নাকি বিচ্ছেদ হয়েছে। 

বুধবার (১১ আগস্ট) তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “সব পুরুষ মানুষ একরকম নয়। কেউ কেউ এমনও রয়েছে যারা আপনাকে রানি বানিয়ে রাখবে।”

তবে শ্রাবন্তী কিংবা অভিরূপ কেউই এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, শ্রাবন্তীর এর আগে তো দুই বার বিবাহবিচ্ছেদ হয়েছিল। ০১৯ সালে রোশান সিং গোপনে করা বিয়েও ভেঙে যায় তার, মহামারির সময় থেকে তারা আলাদা থাকছেন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও তারা এই বিষয়ে মুখ খোলেননি।

About

Popular Links