Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

সরকারি অনুদানের ছবিতে শাকিব

প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৫:৫১ পিএম

প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। ‘গলুই’ নামের এই সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক এস এ হক আলিক এবং সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আলিক। ২০২০-২০২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে।

এ বিষয়ে নির্মাতা আলিক বলেন, “শাকিবের সঙ্গে আলাপ চূড়ান্ত হয়েছে তবে এখনো লিখিত চুক্তি হয়নি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।”

জানা গেছে, সিনেমার নির্মাতা আলিক বর্তমানে জামালপুরে অবস্থান করছেন। সেখানে তিনি সিনেমার জন্য লোকেশন খুঁজছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে শবনম বুবলীকে। এছাড়াও থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু।

এছাড়াও সিনেমাটিতে গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, “শাকিব প্রথমবার অনুদানের সিনেমা করছেন। অনুদানের সিনেমা বলে এতদিন মনে হতো কম বাজেটের সিনেমা। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।”

সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, “রোমান্টিক গল্প। সব মিলিয়ে ব্যাটে-বলে মিলেছে বলেই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি।”

About

Popular Links