গত ১৩ আগস্ট ছিল টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর জন্মদিন। শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাঠানো চিঠিকেই জন্মদিনের ‘সেরা’ উপহার বললেন শ্রাবন্তি।
রবিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটাই বলেছেন শ্রাবন্তী।
ইনস্টাগ্রামে চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদীর বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চিঠির ছবি পোস্ট করেন শ্রাবন্তি। চিঠিতে মমতা লিখেছেন, “প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভাল থেকো।”
চিঠির ছবি ইনস্টাগ্রামে দিয়ে শ্রাবন্তি লেখেছে, “আমি খুব সম্মানিত বোধ করছি। জন্মদিনে এটাই আমার শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ দিদি।”
প্রসঙ্গত, চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদীর বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করলেও জিততে পারেননি শ্রাবন্তী।