চলতি বছরে আলোচিত টেলিভিশন ফিল্মের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল “দীপ্ত টিভি”তে প্রচারিত “সাহসিকা” অন্যতম।
ঈদ-উল-আজহার ঈদের তৃতীয় দিন প্রচারিত এই টিভি ফিচার ফিল্মটি গত ১০ আগস্ট দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়। শেয়ারের মাত্র ১০ দিনের মধ্যেই টিভি ফিচার ফিল্মটি ২ মিলিয়ন বা ২০ লাখ বার দেখা হয়েছে।
তানিম রহমান অংশু নির্মিত “সাহসিকা”তে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। গল্পে তিনি যৌন নিপীড়নের শিকার এক ভুক্তভোগী নারীর চরিত্রে অভিনয় করেছেন। যিনি সমাজের সকল বাধা ও তিরষ্কারের পরোয়া না করেই বিচারের জন্য লড়েছেন।
তিশা ছাড়া “সাহসিকা”র অভিযুক্তের চরিত্রে মনোজ প্রামাণিক, আইনজীবীর চরিত্রে রাফিয়াথ রশিদ মিথিলা ও পুলিশ কর্মকর্তার চরিত্রে রয়েছেন তারিন জাহান।
আহমেদ খান হীরক ও নাসিমুল হাসানের চিত্রনাট্যে প্রযোজনা সংস্থা আলফা আই’র ব্যানারে নির্মিত হয়েছে “সাহসিকা” টিভি ফিচার ফিল্মটি।
এ বিষয়ে দীপ্ত টিভি’র পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়, প্রচারের পর থেকেই দর্শকরা প্রশংসা করছেন ফিল্মটির।