আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হতে পারেন বলে জানিয়েছিল দেশটির গণমাধ্যম। এবার গুঞ্জন উঠেছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন প্রেমিক ও সহ-অভিনেতা যশ দাশগুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত এমন গুঞ্জন ভাসছে টলিউড জুড়ে। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার সন্তানকে স্বাগত জানাতে পারেন নুসরত।
তবে হাসপাতালে ভর্তির সত্যতা না মিললেও সবার ধারণা, যশকে সঙ্গে নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। কারণ, এর আগে নুসরাত তার চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন সন্তান জন্মের সময় যশ যেন তার পাশে থাকে।