Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাদক মামলায় ১২ ভারতীয় তারকাকে তলব

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ টাকার মাদক আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৫:১৭ পিএম

ভারতীয় সিনেমা জগতের তারকা রকুল প্রীত সিং, রানা দাগ্গুবাতিসহ আরও ১০ জন তারকাকে মাদক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে। মূলত চার বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই সংস্থাটি তাদের তলব করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

রাকুল প্রীত ও রানা ছাড়াও তলবের তালিকায় রয়েছেন পুরী জগন্নাথ, রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকারা।

পুরী জগন্নাথকে ৩১ আগস্ট, রকুল প্রীত সিংকে ৬ সেপ্টেম্বর, রানা দাগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর ও রবি তেজাকে ৯ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, নান্দু, তরুণ ও তানিশকেও হাজির হতে বলা হয়েছে।

ইডি জানায়, আপাতত কোনো প্রমাণ না থাকায় এবার শুধুমাত্র সাক্ষী হিসেবেই এ তারকাদের ডাকা হয়েছে।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ টাকার মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

   

About

Popular Links

x