Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও হলিউডের ছবিতে দীপিকা

অভিনয়ের পাশাপাশি নতুন এই ছবির মাধ্যমে হলিউডে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন দীপিকা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৭:৪৯ পিএম

বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোনকে আবারও দেখা যাবে হলিউডের ছবিতে। এবার তাকে দেখা যাবে হলিউডের রোমান্টিক কমেডি ঘরানার সিনেমায়।

অভিনয়ের পাশাপাশি এই ছবির মাধ্যমে হলিউডে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন দীপিকা। রণবীর-পত্নীর প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ছবিটির প্রযোজনা প্রসঙ্গে দীপিকা জানান, সারাবিশ্বের সকলের কাছে ভাল এবং অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি তার প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। 

একই ভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে।

“ছপাক” ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে ২০২০ সালে বলিউডে নিজের যাত্রা শুরু করেছিলেন দীপিকা।

২০১৭ সালে “ট্রিপল এক্স: রিটার্ন অব জান্ডার কেজ” শিরোনামের সিনেমায় প্রথম বার হলিউডে অভিনয় যাত্রা শুরু হয় দীপিকার। এবার তাকে সেখানেও প্রযোজক হিসেবে দেখা যাবে।  

About

Popular Links