এবার ছোটপর্দায় মিঠুন চক্রবর্তী। ধারাবাহিকটিতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন। জানা গেছে, তিনি প্রোমোর জন্য শ্যুট করেছেন।
ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছে এক নাবালিকা (চিকু), যে কিনা মিঠুন চক্রবর্তীর মত খ্যাতি অর্জন করতে চায়। কিন্তু ছোটবেলাতেই সে তার মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তার জীবনযুদ্ধের গল্পটিই বলা হবে এ হিন্দি ধারাবাহিকটিতে। ধারাবাহিকটির নাম ‘চিকু কি মম্মি দূর কি’।
এখন পর্যন্ত জানা যায়নি, ধারাবাহিকটিতে মিঠুন চক্রবর্তী কয়টি পর্বে অভিনয় করবেন। কিন্তু তিনি প্রোমোর গল্প পড়ার পরে নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন।
চিত্রনাট্যটি তার এত ভালো লেগেছে যে, সে এ কাজটি শুধুমাত্র ‘কাজ’ হিসেবে দেখতে রাজি না। মিঠুন চক্রবর্তী ধারাবাহিকের চিকুর চরিত্রের সঙ্গে নিজের আত্মিক যোগ খুঁজে পেয়েছেন। তাই তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়ে কাজটি করতে চেয়েছেন, তার এই পদক্ষেপে সকলেই আনন্দিত।