Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার পারিশ্রমিক বাড়িয়ে সিনেমা থেকে বাদ পড়লেন শ্রদ্ধা কাপুর!

সাজিদের 'সত্যনারায়ণ কি কথা' সিনেমার জন্য শ্রদ্ধা কাপুর ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৮ পিএম

কিছুদিন আগেই শোনা গেছে, সঞ্জয় লীলা বানসালীর পরবর্তী সিনেমা “বৈজু বাওরা” তে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন নিজের পারিশ্রমিক বাড়িয়ে তার স্বামী রণবীর সিং এর সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। তাই দীপিকা পাড়ুকোনকে এ সিনেমা থেকে বাদ দিয়ে পরিচালক আলিয়া ভাটের চুক্তি করছেন বলে শোনা যাচ্ছিল। 

সম্প্রতি, নিজের পারিশ্রমিক বাড়িয়ে “সত্যনারায়ণ কি কথা” সিনেমা থেকে বাদ পড়েন শ্রদ্ধা কাপুর। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নিজেই এ সিনেমার জন্য শ্রদ্ধাকে বেছে নিয়েছিলেন। এমনকি, তার আরেকটি সিনেমা “বাগী থ্রি” তেও শ্রদ্ধার সঙ্গেই কাজ করেছিলেন সাজিদ। 

“বাগী থ্রি”-এ কাজের জন্য শ্রদ্ধা কাপুর ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু সাজিদের “সত্যনারায়ণ কি কথা” সিনেমার জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন। পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে শ্রদ্ধার জায়গায় সিনেমাটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। জানা গেছে, প্রায় সাড়ে ৩ কোটি টাকায় সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা।

About

Popular Links