Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

তাজমহলের সামনে বিয়ের প্রস্তাব কমান্ডোর

ভালোবাসার জন্য বিশ্বখ্যাত তাজমহলের সামনে দাঁড়িয়েই আংটি বদল করেন তারা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৫ পিএম

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের “কমান্ডো” বিদ্যুৎ জামওয়াল। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তিনদিন আগে প্রেমিকা নন্দিতা মাথানির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বিদ্যুৎ। 

তবে বাগদানের জন্য যতটা নয় তারচেয়ে আরও বেশি ভক্তদের চমকে দিয়েছেন বাগদানের স্থান নির্বাচন করে। অন্য তারকারা যখন মালয়েশিয়া, বালি কিংবা প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, সেখানে বিদ্যুৎ নন্দিতা আজীবনের সাথী করে রাখলেন প্রেমের নিদর্শন তাহমহলের সামনে!

ভালোবাসার জন্য বিশ্বখ্যাত তাজমহলের সামনে দাঁড়িয়েই আংটি বদল করলেন দু’জন। 

প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় ফ্যাশন ডিজাইনার নন্দিতার সঙ্গে প্রায় পাঁচ মাসের সম্পর্ক বিদ্যুতের। তাদের সম্পর্কে দুই পরিবারের আপত্তি নেই জেনেই চট জলদি গাট-ছড়া বাঁধার পরিকল্পনা করছেন তারা। 

বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় ও হার্টথ্রব এ অভিনেতা ২০১১ সালে “শক্তি” নামে একটি তেলেগু চলচ্চিত্রের মাধ্যমে রূপালি দুনিয়ায় পা রাখেন। সে বছরই জন আব্রাহাম অভিনীত “ফোর্স” চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নেন বিদ্যুৎ। পরবর্তীতে তার “কমান্ডো”, “জংলি” এবং “খুদা হাফিজ” চলচ্চিত্রগুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়।

   

About

Popular Links

x