Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের তারিখটা জানিয়ে দিলেন রণবীর-দীপিকা

আজ রবিবার বিকালে ইনস্টাগ্রামে একসাথেই এ সুসংবাদটি জানিয়েছেন তারা। হিন্দি ও ইংরেজি ভাষায় ছাপা বিয়ের কার্ডের ছবি পোস্ট করেছে বিয়ের পিড়িতে বসতে যাওয়া এই তারকা যুগল

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১১:৩৫ পিএম

আগ্রহী ভক্তদের সুখবরটা দিয়েই দিলেন বলিউড জুটি রণবীর-দীপিকা। আসছে নভেম্বরের ১৪ ও ১৫ তারিখেই সেরে ফেলবেন শুভ কাজটি।  

আজ রবিবার বিকালে ইনস্টাগ্রামে একসাথেই এ সুসংবাদটি জানিয়েছেন তারা। হিন্দি ও ইংরেজি ভাষায় ছাপা বিয়ের কার্ডের ছবি পোস্ট করেছে বিয়ের পিড়িতে বসতে যাওয়া এই তারকা যুগল।

বিয়ের দাওয়াত কার্ডটিতে লেখা হয়েছে, ‘পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের খবরটা জানাতে খুব ভালো লাগছে যে, আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি। আমাদের দু’জনের প্রতি আপনাদের অপরিমেয় ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা, বন্ধুত্ব এবং পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে যে যাত্রা শুরু করছি, তাতে আপনাদের আশীর্বাদ কামনা করছি।’

গুঞ্জন উঠেছে যে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন ভারতের বাইরে বিয়ের পরিকল্পনা করেছেন। সুইজারল্যান্ড পর্যটনের শুভেচ্ছাদূত রণবীর সিং। সেদিক থেকে এই দেশে বিয়ে করার সম্ভবনা বেশি রয়েছে। আর সুইজারল্যান্ডের সরকারও চাইছে বহুলালোচিত বিয়েটা সেদেশেই অনুষ্ঠিত হয়। তবে পরিবারের সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিয়ের জন্য ইতালিকে বেছে নিচ্ছেন ভারতীয় রুপালী পর্দার এই বিখ্যাত মানিকজোড়। সূত্রটি জানিয়েছে, ইতোমধ্যে হোটেল আর ওয়েডিং প্ল্যানারের বুকিংও সম্পন্ন হয়েছে। ইতালিতে ঘুরে সবকিছু তদারকিও করে এসেছেন পাত্রীর পিতা। তবে গোপনীয়তা রক্ষা করতেই একথা জনসম্মুখে প্রকাশ করছেন না তারা। 


   

About

Popular Links

x