Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে উদয় চোপড়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন নার্গিস ফাখরি

এর আগেও যশ চোপড়ার ছোট ছেলের তার সম্পর্ক নিয়ে একাধিকবার গুঞ্জন উঠেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪ পিএম

পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু কোনোদিন সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি নার্গিস বা উদয়, কেউই। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খুললেন “রকস্টার” এর অভিনেত্রী।

নার্গিস জানালেন, উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ছিল তার। কিন্তু সবাই তাকে এ বিষয়ে কথা না বলার পরামর্শ দিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নার্গিস বললেন, ‘‘ভারতে গিয়ে যত মানুষের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে উদয় অন্যতম শ্রেষ্ঠ মানুষ। সবাই আমাকে চুপ থাকার কথা বলত বলে আমি কিছু বলিনি। কিন্তু এখন আফসোস হয়। মনে হয়, পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে বলি, আমি অমন এক সুন্দর মানুষের সঙ্গে পাঁচটা বছর কাটিয়েছি।’’ 

শোনা যায়, ২০১৬ সালে সম্পর্ক ভেঙে যায় তাদের।

নার্গিস বলেন, “অসুস্থতার কারণে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু যখন ভেবেছিলেন যে ফিরে আসবেন, তত দিনে গোটা বিশ্বে মহামারি শুরু হয়ে যায়।”

এর আগেও যশ চোপড়ার ছোট ছেলের তার সম্পর্ক নিয়ে একাধিকবার গুঞ্জন উঠেছে। কিন্তু বার বার তারা দুজনই সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে‌ছেন। 

যদিও এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ‘‘আমি জানি না কাকে আমি বিয়ে করব! কিন্তু এটা জানি যে জীবনের শেষ পর্যন্ত উদয় আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে।’’ 

এরপরও উদয় টুইট করে বলেছিলেন, “আমি আর নার্গিস ভাল বন্ধু। আমাদের নিয়ে যে সব কথা রটছে তার কোনও ভিত্তি নেই।”

   

About

Popular Links

x