Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

এমটিভির ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ জাস্টিন বিবার

এবারের আয়োজনে সবচেয়ে বেশি ক্যাটেগরিতে মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম

শেষ হলো বিশ্ব সঙ্গীতাঙ্গনের সাড়া জাগানো ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর এ বছরের আসর। 

রবিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্টের নিউইয়র্ক সিটিতে এই পুরস্কার দেওয়া হয়।

এ বছর ‘‘আর্টিস্ট অব দ্য ইয়ার’’ পুরস্কার পেয়েছেন কানাডীয় পপ সঙ্গীত তারকা জাস্টিন বিবার। আরিয়ানা গ্র্যান্ডে, দোজা ক্যাট, মেগান দি স্ট্যালিওন, অলিভিয়া রদ্রিগো এবং টেইলর সুইফটকে পেছনে এই পুরস্কার জিতে নেন বিবার।

পুরস্কার নেওয়ার সময় বিবার বলেন, ‘‘আমার সুন্দরীতমা স্ত্রীকে দেখতে পাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি।’’ এছাড়া কোভিড মহামারির কঠিন সময়ের কথাও স্মরণ করেছেন তিনি।

এবারের আয়োজনে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার। ৯টি মনোনয়ন পেয়েছিলেন এই পপ তারকা। ‘‘আর্টিস্ট অব দ্য ইয়ার’’-এর পাশাপাশি ‘‘বেস্ট পপ অ্যাওয়ার্ড’’-টিও নিজের করে নিয়েছেন তিনি।

About

Popular Links