Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্যাঁতসেঁতে দেয়ালের ভাড়া বাড়িতে থাকছেন হৃতিক!

'হৃতিক রোশনের বাড়ির দেয়াল দেখি স্যাঁতসেঁতে'

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪ পিএম

বলিউডের অন্যতম ধনী অভিনেতা হৃতিক রোশন। আর তিনিই কি-না থাকছেন স্যাঁতসেঁতে দেয়ালের একটি ভাড়া বাড়িতে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বলিউড অভিনেতা তেমনটিই জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ছবিতে তার মা পিংকি রোশনকেও দেখা যায়।

ছবিটিতে দেখা যায়, হৃতিকের মা বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর তার পেছনে বড় একটি আয়না। কিন্তু কয়েকজন ভক্তের চোখ আটকে যায় ওঠা স্যাঁতসেঁতে দেওয়ালে।

এক ভক্ত লিখেছেন, “হৃতিক রোশনের বাড়িতে একটি স্যাঁতসেঁতে দেয়াল।” সেই ভক্তকে ঋত্বিক জবাব দেন, “আমরা এ মুহূর্তে একটি ভাড়া ফ্ল্যাটে থাকছি, শিগগিরই নিজেই বাড়ি কিনছি।”

About

Popular Links