Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

মামলা করতে আদালতে গেলেন জেমস

জেমসের অনেক গান বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন তিনি


আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৪ পিএম

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করতে আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।

নিজের গান সুরক্ষার জন্য রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের উপস্থিতিতে তার আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। 

তবে আদালত মামলাটি গ্রহণ না করে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। 

আইনজীবী তাপস কুমার সাংবাদিকদের বলেন, “বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন।”’

তবে এই বিষয়ে জেমস সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি।বেলা ২টার দিকে তিনি আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন।

জানা গেছে, জেমসের অনেক গান বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনো সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন জেমস।

   

About

Popular Links

x