Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বমেহনের দৃশ্য নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র আদলে করা এই সিনেমায় একটি স্বমেহনের দৃশ্য নিয়ে করা সমালোচনার জবাব দিয়েছেন দৃশ্যটিতে অভিনয় করা স্বরা ভাস্কর। 

আপডেট : ১০ জুন ২০১৮, ০৩:১৮ পিএম

ভারতের পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল সমাজে নারীর যৌনতার মতো বিষয়বস্তুকে উপজীব্য করে নির্মিত ‘ভীর দি ওয়েডিং’ ঝড় তুলেছে সামাজিক গণমাধ্যমে। 

আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র আদলে করা এই সিনেমায় একটি স্বমেহনের দৃশ্য নিয়ে করা সমালোচনার জবাব দিয়েছেন দৃশ্যটিতে অভিনয় করা স্বরা ভাস্কর। 

‘ভীর দি ওয়েডিং’ এর বাংলা অর্থ ‘বন্ধুর বিয়ে’। ‘বক্স অফিস ইন্ডিয়া’র দেয় তথ্য অনুযায়ী, ১ জুন মুক্তির পর থেকে সিনেমাটি ইতোমধ্যে ৭.৮ মিলিয়ন ডলার আয় করেছে। এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের টপ চার্টের প্রথম ১০টির মধ্যেও আছে এটি। 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনাম কাপুর এবং শিখা তাসলিমা। চার বন্ধু ও তাদের জীবনের যৌনতা, ভালবাসা ও বিয়ে নিয়ে এর কাহিনী গড়ে উঠেছে। সিনেমাটির প্রযোজকও একজন নারী। 

অধিকাংশ সমালোচকই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন নারীর ক্ষমতায়ন নিয়ে এর শক্তিশালী উপস্থাপন নিয়ে। তবে অগভীর প্লটের কারণে কেউ কেউ এর নেতিবাচক সমালোচনাও করছেন।

সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী স্বরা ভাস্করকে ভাইব্রেটর ব্যবহার করে স্বমেহন করতে দেখা যায়। 

এই দৃশ্যের কারণে অনলাইনে স্বরাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে স্বরাও এসবের জবাব দিয়েছেন। 

“নারীর যৌনতাকে লজ্জা বা উপেক্ষার বিষয় হিসেবে দেখা হয় এমন সংস্কৃতিতে একটি মেয়ে নিজেকে আনন্দ দিচ্ছে এমন দৃশ্য সিনেমায় দেখানো অবশ্যই সাহসের পরিচায়ক।” – এক টুইটার বার্তায় বলেন ভাস্কর।

আরেকটি টুইটে তিনি বলেন, “বাবা-মাকে না জানিয়ে গোপনে কিছু করার মধ্যে খারাপ কিছু নেই। এটাকে ব্যক্তিস্বাধীনতা বলে।”

তবে ভাস্কর প্রচুর প্রশংসাও পাচ্ছেন। এক ভক্ত টুইটে লেখেন, “আমার মাঝে মধ্যে ইচ্ছা হয়ে স্বরাকে জড়িয়ে ধরি আর এক ট্রাক চকোলেট পাঠিয়ে দেই।”

তবে সমালোচকরা এই সিনেমাকে যুক্ত্ররাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সেক্স অ্যান্ড দি সিটি’র বলিউড সংস্করণ হিসেবে উল্লেখ করছেন। ওই সিরিজের কাহিনীও চারজন বন্ধুর জীবনের ভালবাসা ও যৌনতাকে ঘিরে।

   

About

Popular Links

x