Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডের

আগামী মাসেই এনগেজমেন্ট করার পরিকল্পনাও ছিল তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯ পিএম

ভারতের গোয়ার বাগা-কালাংগুট এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডের। মৃত্যু হয়েছে তার প্রেমিক শুভম দাদগেরও।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে নিয়ন্ত্রণ হারায় প্রেমিক যুগলের গাড়ি। এরপর ওই গাড়িটি একটি খাঁড়িতে গিয়ে পড়ে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ বলা হয়েছে, খাঁড়িতে গাড়িটি পড়ে যাওয়ার পর গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে পারেননি তারা। ফলে পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। 

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর ছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী ঈশ্বরী। আগামী মাসেই এনগেজমেন্ট করার পরিকল্পনাও ছিল তার। সম্প্রতি বেশ কিছু হিন্দি ও মারাঠি ছবির শ্যুটিং শেষ করেন ২৫ বছর বয়সী এ অভিনেত্রী। 

সুনীল চৌথমলের “প্রেমাছে সাইড এফেক্ট” ছবির সঙ্গে বড় পর্দায় ডেবিউ করবার কথা ছিল এই অভিনেত্রীর।

   

About

Popular Links

x