Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

কেন দীপিকা-রণবীরের কাছে ১৫ নভেম্বর এতো গুরুত্বপূর্ণ?

১৫ মভেম্বর এই জুটির জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ২০১৩ থেকে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১২:২৯ পিএম

এ বছরই ১৫ নভেম্বর বিয়ে করছেন দীপিকা-রণবীর, আর বিয়ের তারিখটাও সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন নিজেদের অনুরাগীদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ ঘোষণা করেছেন, আগামী ১৪ এবং ১৫ নভেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ইতালির লেক কোমোর এক প্রাচীন প্রাসাদে বসবে এই বিয়ের আসর। 


আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ে, ক্ষুদে বার্তা দিয়ে!


কিন্তু ১৫ নভেম্বরই কেন বিয়ের জন্য বেছে নিলেন বলিউডের এই জনপ্রিয় জুটি?

দীপিকা-রণবীর ঘনিষ্ঠমহলের একটা অংশের মতে, ১৫ মভেম্বর এই জুটির জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ২০১৩ থেকে। ওই বছরই মুক্তি পেয়েছিল জুটি হিসেবে তাদের প্রথম ছবি ‘গোলিও কি রাসলীলা রামলীলা’। শুধু তাই নয়, সেই ছবির শুটিং থেকেই তারা ডেট করছেন বলেও জানা যায়। পরে ‘পদ্মাবত’-এর সেটে দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়ে। এরপরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তাই ১৫ নভেম্বর তাদের কাছে গুরুত্বপূর্ণ। সে জন্যই হয়ত এই দিনটিতেই বিয়ে করতে চান তারা। যদিও রণবীর বা দীপিকা কেউই এ বিষয়ে কোন কথা বলেন নি। 

ইতালিতে বিয়ের আসরে খুব কম সংখ্যক আত্মীয়-বন্ধুকে নিয়ে যাবেন দীপিকা-রণবীর। তবে জানা গেছে, রিসেপশনটা মুম্বইতে হবে আগামী ১ ডিসেম্বর।

About

Popular Links